গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

‘নির্বাচনী অঙ্গিকারে ডিজিটাল হলো দেশ, মুজিব বর্ষে ই-পাসপোর্টে ধন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। 

প্রধান অতিথি বলেন, দেশে ২ কোটি ৮২ লাখের বেশি পাসপোর্টধারী রয়েছে। কার্যক্রম শুরু হওয়ার পর ১ মাস ১০ দিনে ৪ হাজার নাগরিকের কাছে ই-পাসপোর্ট তুলে দিতে পেরেছি। এই সময়ে আবেদন জমা হয়েছে ৪০ হাজার। প্রদানের সংখ্যাটা অত্যন্ত নগণ্য।

মেজর জেনারেল সাকিল আহমেদ আরও বলেন, আমাদের যে জনবল রয়েছে তা নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছি জনগণকে সেবা দিতে। রাত আড়াইটা পর্যন্ত পাসপোর্ট প্রিন্টের কাজ চলে। তারপরও নতুন সিস্টেম থাকায় পাসপোর্ট পেতে কিছুটা বিলম্ব হতে পারে। আপনারা ধৈর্য্য ধরবেন। খুব বেশি জরুরি হলে যে কোনও অফিসের প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন।

পরে অতিথিরা আব্বাস উদ্দিন সিকদার নামে এক ব্যক্তিকে সরবরাহ রশিদ দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন। আয়োজকরা জানান, ঢাকার বাইরে এই প্রথম গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত