দর্পণ ডেস্ক : ঢাকায় গৃহকর্তার নির্যাতনের শিকার হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু গৃহকর্মী সীমার পাশে মানবতার দুয়ার খুলে দাঁড়িয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে তারা নির্যাতিত শিশু সীমাকে দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা সীমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সীমার বাবা রিকশাচালক নুরুল ইসলামের সাথে কথা বলেন এবং তার ওপর নির্যাতন কারীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্থ করেন।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর উত্তর কালিয়াজুরীর বাসিন্দা রিকশাচালক নুরুল ইসলামের শিশুকন্যা সীমাকে একই এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম অপু তার ঢাকাস্থ ওয়ারীর টিকাটুলী এলাকার বাসায় গৃহকর্মী হিসেবে নিয়ে যান।

সেখানে সীমার উপর নির্যাতনের খবর পেয়ে নুরুল ইসলাম তার মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে এসে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সীমা ওই হাসপাতালের দ্বিতীয় তলার ৮নং শিশু ওয়ার্ডের ১৮নং বেডে চিকিৎসাধিন আছে।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘শিশু গৃহকর্মী সীমার উপর নির্যাতনের যে ঘটনা ঘটেছে, তা অমানবিক। খবর পেয়ে এসপি সাহেবকে সাথে নিয়ে হাসপাতালে গিয়েছি। সীমার বাবার সাথে কথা বলেছি। তার মেয়ের উপর নির্যাতনকারীদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’