দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গোপালগঞ্জে ৩ হাজার ৩৮১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৭টি উন্নয়ন প্রকল্প ও একটি প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন।

গোপালগঞ্জের ঘোনাপাড়ায় নির্মিত ইডিসিএল ভবনে এই কনফারেন্সের আয়োজন করা হয়। গোপালগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি এখানে যুক্ত হন।

এর মধ্যে ১ হাজার ২৫৮ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জের গোবরা থেকে কাশিয়ানী পর্যন্ত ৪৪ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত ৬শ’কোটি টাকা ব্যয়ে নির্মিত এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের পেনিসিলিন প্রোডাকশন ইউনিট, ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ বেতার, প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ সদর থানা ভবন ও কোটালীপাড়া থানা ভবন, ২৬ কোটি টাকা ব্যয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন ও ৯৫৯ কোটি টাকা ব্যয়ে কাশিয়ানীর কালনা সেতুর নির্মাণ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।

এছাড়া ৪৭৩ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ সদর উপজেলা, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় শত ভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এতে ২ লক্ষ ১৪ হাজার ৩৮৮ গ্রাহক বিদ্যুত পাবেন।

এজন্য ৪ হাজার ২৫ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মোঃ সা‌ইফুল ইসলাম। আর এর মধ্যদিয়ে সারা জেলায় শত ভাগ বিদ্যুতায়ন কাজ শেষ হলো।