দর্পণ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার ২০০৪ সালের গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের জানান, একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় হলে বিএনপি নতুন করে রাজনৈতিক সংকটে পড়বে। তিনি বলেন, গ্রেনেড হামলার মামলায় সেপ্টেম্বরে রায় হওয়ার একটা সম্ভাবনা আছে। এ কথা শুনে বিএনপি চিন্তিত। তারা জড়িত বলে তাদের এই গাত্রদাহ। কারণ রায় বের হলে তারা নতুন করে সংকটে পড়বে। তারা এমনিতেই সংকটে আছে।
২০০৪ সালের ২১ আগস্ট বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ট্রাকের অস্থায়ী মঞ্চ লক্ষ্য করে পর পর ১৩টি গ্রেনেড ছোড়া হয়। ওই সময় ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে, হাওয়া ভবনের সরাসরি পরিকল্পনা ও নির্দেশনায় খুনিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।
এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ কে এম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা মারুফা আক্তার পপি প্রমুখ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.