পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ১৪ দিনের সেলফ আইসোলেশনে রয়েছেন।
ঘানা সরকারকে উদ্বৃতি দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ঘানার প্রেসিডেন্ট এমন একজনের সংস্পর্শে এসেছিলেন যে ব্যক্তির পরবর্তীতে করোনা পজিটিভ ধরা পড়েছে।
সে কারণে চিকিৎসকদের পরামর্শেই ১৪ দিনের সেলফ আইসোলেশনে আছেন তিনি। যদিও এখন পর্যন্ত করোনা নেগেটিভ রয়েছে নানা আকুফোর। তবুুও অতিরিক্ত সতর্কতা হিসেবেই বর্তমানে আইসোলেশনের নিয়ম কানুন মেনে চলছেন তিনি।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, আইসোলেশনের মধ্যেও সব ধরনের নিরাপত্তা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করে যাবেন আকুফো।
তবে নানা আকুফো সম্প্রতি যে ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি ঘানা সরকারের কোনো কর্মী নাকি তার পরিবারেরই সদস্য সে বিষয়ে সরকারি ওই বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।
ঘানায় এখন পর্যন্ত ১৯ হাজার ৩৮৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।