দর্পণ ডেস্ক :লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে সেই সাথে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

ঢেউয়ের কারণে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। লক্ষ্মীপুরের সব ঘাটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এদিকে জেলা প্রশাসন উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় খাবার, পানি ও স্বাস্থ্যসেবাসহ সকল ধরনের সেবার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলায় রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি সকল কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।