আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী ছিল, এখানেও আছে। এটা বড় কোনো সমস্যা নয়। ঢাকায় ১৫টি ওয়ার্ডে বিদ্রোহীরা জয়লাভ করেছে। চট্টগ্রামেও যারা বিদ্রোহী প্রার্থী, তাদের বিষয়টা ঢাকায় গঠিত একটি কমিটি দেখবে।
রবিবার সকাল ১১টার দিকে পতেঙ্গায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এদিকে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যারা দলীয় মনোনয়নের বাইরে নির্বাচনে অংশ নেবেন তাদের ভবিষ্যত রাজনৈতিক জীবন কঠিন হয়ে যাবে। রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে মনোনয়ন দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের, সেখানে তার মতের বাইরে গিয়ে কেউ প্রার্থীতা রেখে দিলে বিষয়টি সাংগঠনিক হয় না।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের