চবিতে ছাত্রলীগের রাতভর সংঘর্ষে আহত অর্ধশত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। 

বুধবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে বুধবার বিকেলেও ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি আমরা। আটককৃতদের যাচাই করা হবে। 

এর আগে বুধবার বিকেলে কনকর্ড ও বিজয় গ্রুপের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন