চট্টগ্রাম সিটি করপোরেশন

তিনি বলেন, ‘পার্টির উচ্চপর্যায় আমাকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন’

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ।
রবিবার (৮ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সোলায়মান আলম শেঠ বলেন, “জাতীয় পার্টির উচ্চপর্যায় আমাকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মেয়র প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।”

আনুষ্ঠানিকভাবে বিষয়টি নির্বাচন কমিশনারকে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।