চাঁদাবাজির অভিযোগে দুই ঢাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

চাঁদাবাজি ও মারধরের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জোবায়ের আহম্মেদ শান্ত এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একই বর্ষের শিক্ষার্থী মো. আল আমিন। 

উল্লেখ্য, গত শনিবার হাইকোর্ট মোড় এলাকায় ওয়াসার বালুর ট্রাকে চাঁদাবাজি ও ট্রাকের সুপারভাইজার ও চালককে মারধর সময় বহিষ্কৃত দুই শিক্ষার্থীকে হাতে-নাতে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরে ট্রাকের সুপারভাইজার বাদি হয়ে মামলা করলে তাদের আদালতে পাঠানো হয়। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র এবং উভয়ই হল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

বিডি প্রতিদিন/হিমেল