অনলাইন ডেস্ক :
চাপের মুখে নিজ দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (উমনো) প্রেসিডেন্ট ও বারিসন ন্যাসিওনাল জোটের চেয়ারম্যানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সদ্য বিদায় নেওয়া মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শনিবার রাজধানী কুয়ালালামপুরের মেনারা দাতো এলাকায় দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনে পরাজয়ের পর থেকেই তার পদত্যাগের দাবিতে দল ও জোট নেতাদের চাপ জোরালো হতে শুরু করে।

গত বুধবারের নির্বাচনে জোটের পরাজয়ের পর এর দায় নিয়ে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন,এক সপ্তাহের ছুটি কাটাতে গিয়ে দল ও জোটের শীর্ষ পদে থাকবেন কিনা তা বিবেচনা করে দেখবেন। তবে মালয়েশিয়ার অভিবাসন দফতর তার ও তার স্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তনাজিব।

শনিবারের সংবাদ সম্মেলনে নাজিব জানান, এখন থেকে উমনো দলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ডক্টর আহমাদ জাহিদ হামিদি। হিসামুদ্দিন হোসেন থাকবেন ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্বে। তিনি বলেন, (উমনো) প্রেসিডেন্ট ও বারিসন ন্যাসিওনাল জোটের চেয়ারম্যান হিসেবে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের ফলাফল প্রসঙ্গ তিনি বলেন,যা ঘটেছে তা নিয়ে আমরা মর্মাহত তবে আমাদের দল গণতান্ত্রিক মূলনীতির জায়গা থেকে ফলাফল মেনে নিয়েছি।’