লাশ

রবিবার রাতে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের গতিরোধ করার চেষ্টা করলে ঘাতক ট্রাকচালক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়

চুয়াডাঙ্গা জেলার দর্শনা মহাসড়কের দামুড়হুদা ওদুদ শাহ কলেজের কাছে ট্রাক চাপায় মিল্টন সরকার (৩২) নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নিহত হয়েছে।

রবিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মিল্টন সরকার দামুড়হুদা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে দামুড়হুদা থানার উপ-পরিদর্শক মিল্টন সরকারসহ একদল পুলিশ দামুড়হুদা ওদুদ শাহ কলেজ সংলগ্ন সড়কে টহল দিচ্ছিল। 

এসময় জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের গতিরোধ করার চেষ্টা করলে ঘাতক ট্রাক চালক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।