অনলাইন ডেস্ক : চোখ ওঠা মানে চোখ তুলে ফেলা নয়। কনজাংটিভাইটিস রোগটিকে চলতি ভাষায় বলে ‘চোখ ওঠা’। এতে আক্রান্তের চোখ লাল হয়ে যায়, চোখ থেকে পানি পড়ে, চোখে অস্বস্তি বা চুলকানি হয়। কোনো কোনো ক্ষেত্রে চোখে ব্যথা ও চোখের পাতা ফুলেও যেতে পারে।
যে কারণে চোখ ওঠে : নির্দিষ্ট কোনো পদার্থের কারণেÑ চিংড়ি, গরুর মাংস, বেগুন, মিষ্টিকুমড়া ইত্যাদি খেলে। ফুলের রেণু, ধুলা, ধোঁয়া বা পোকামাকড়ের পাখার সংস্পর্শে এলে যদি কনজাংটিভাইটিস হয় এবং এমনটা বারবার হতে থাকেÑ তা হলে বুঝতে হবে, নির্দিষ্ট বস্তুর প্রতি অ্যালার্জির কারণে একই সঙ্গে শ্বাসকষ্ট কিংবা ত্বকে অ্যালার্জিও হতে পারে। তাই এ সমস্যা প্রতিরোধে অবশ্যই ওই নির্দিষ্ট বস্তু এড়িয়ে চলতে হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.