আজকাল শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করা ফ্যাশনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই বলে চোখের সাদা অংশে ট্যাটু? সম্প্রতি এমনই এক কাজ করে সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে বসেছেন পোল্যান্ডের এক মডেল। 

জানা গেছে, দেশটির রোকলার বাসিন্দা আলেক্সান্দ্রা স্যাডোওস্কা র্যা পার পোপেকের মতো লুক পেতে চোখে ট্যাটু করানোর সিদ্ধান্ত নেন। এজন্য চোখের সাদা অংশটি কালো রঙ দিয়ে ট্যাটু করাতে তিনি স্থানীয় এক ট্যাটু শিল্পীর কাছে যান। তার কাছে ট্যাটুও করান।

কিন্তু ২৫ বছর বয়সী ওই মডেল ট্যাটু করানোর পর থেকেই চোখে তীব্র ব্যথা অনুভব করেন। পিয়োটার এ নামে পরিচিত ওই ট্যাটু শিল্পী এ ধরনের ব্যথা খুব স্বাভাবিক বলে আলেক্সান্দ্রাকে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরামর্শ দেন। কিন্তু পিয়োটারের ওই পরামর্শ আলেক্সান্দ্রার কোনো কাজে আসেনি। দ্রুতই তিনি তার ডান চোখের আলো হারিয়ে ফেলেন। জানা গেছে, আলেক্সান্দ্রা তার বাম চোখের দৃষ্টিও দ্রুত হারাতে বসেছেন।  স্যাডোওস্কাকে অনিচ্ছাকৃতভাবে মারাত্মকভাবে অক্ষম করার জন্য তিন বছরের কারাদণ্ড হয়েছে ওই ট্যাটু শিল্পীর।

তদন্তে দেখা গেছে, আলেক্সান্দ্রার চোখের মণিতে ট্যাটু আঁকতে গিয়ে ওই শিল্পী মারাত্মক ভুল করেছিলেন। চোখের ট্যাটুর জন্য তিনি এমন বডি ইংক ব্যবহার করেছিলেন যা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। 

আলেক্সান্দ্রা স্যাডোওস্কা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করেছেন বলে জানা গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই।  

আলেক্সান্দ্রা বলেন, ‘দুর্ভাগ্যক্রমে, চিকিৎসকরা আমার দৃষ্টির উন্নতির জন্য খুব একটা আশাবাদী নন। ক্ষতিটা খুব গভীর এবং ব্যাপকভাবে হয়েছে। আমি আশঙ্কা করছি, আমি সম্পূর্ণ অন্ধ হয়ে যাব।’

পিয়োটারের বিরুদ্ধে আদালতে খুব তাড়াতাড়ি মামলা শুরু হবে বলে জানা গেছে। সূত্র : এনডিটিভি