অনলাইন ডেস্ক : রাস্তায় ক্রিকেট খেলছিলো একদল শিশু-কিশোর। খেলার সময় বল গিয়ে পড়ছিল পাশের বাড়ির ছাদে। সেই বল খুঁজতে সেই ছাদে তারা আবিষ্কার করল শিশুর কঙ্কাল! ছাদে একটি একটি কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা ছিল কঙ্কালটি। দিল্লির পাশ্ববর্তী গরিমা গার্ডেন এলাকায় এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

মনে করা হচ্ছে, কঙ্কালটি অন্তত বছর দেড়েক আগে অপহৃত হওয়া এক শিশুর। নাম মহম্মদ জইদ। জামা কাপড় দেখে জইদের বাবার দাবি, কঙ্কালটি তাঁর অপহৃত সন্তানের। কিন্তু ঘনীভূত হচ্ছে রহস্য। বাড়ির ছাদে এতদিন ধরে মৃতদেহ পড়ে থাকার পরেও কেউ বুঝতে পারল না কেন? নাকি সব জেনেও চেপে যাওয়ার চেষ্টা হয়েছিল? এমনই সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে তদন্ত।

জানা গেছে, ২০১৬ সালের ১ ডিসেম্বর মহম্মদ জইদ নামের শিশুটি যখন নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়, সে সময় তাঁর বয়স ছিল মাত্র চার। দিন কয়েক বাদেই জাইদের বাবাকে ফোন করে বলা হয়েছিল, ছেলেকে ফিরে পেতে হলে আট লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। কিন্তু তারপরেও জইদের সন্ধান মেলেনি।

যে বাড়ির ছাদ থেকে সোমবার সকালে কঙ্কালটি উদ্ধার হয়েছে, তা জইদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। স্থানীয়দের মুখ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জইদের বাবা দেখেন, শিশুর কঙ্কালে যে পোশাক রয়েছে, সেটা তাঁর ছেলের। ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালটি পাঠানো হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।