ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একদিন আগেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। গ্রোইন ইনজুরির কারণে খেলা হচ্ছে না দলের সেরা পেসার কাগিসো রাবাদার।
শুধু তাই নয়, প্রোটিয়াদের আসছে ভারত সফরে ওয়ানডে সিরিজেও ছিটকে গেছেন তিনি। এমনকি আইপিএলে ৩০ মার্চ দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
গ্রোইনে অবশ্য এটাই রাবাদা প্রথম বড় কোনো ইনজুরি। তবে ২০১৮ সাল থেকেই কোনো না কোনো চোটে ভুগছেন এই ডানহাতি বোলার। স্ট্রেস ইনজুরির কারণে তিনি ২০১৮ সালে আইপিএল খেলতে পারেননি। আর গত বছর তো টুর্নামেন্টটির মাঝ পথে ইনজুরির আঘাতে চলে আসেন। যেখানে বিশ্বকাপে ভালো পারর্ফম করতে পারেননি।
রাবাদার পরিবর্তে দ.আফ্রিকা এখনও কোনো খেলোয়াড়ের নাম দেয়নি। যেখানে আজ (শনিবার, ২৯ ফেব্রুয়ারি) পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে স্বাগতিকরা। আর ১২ মার্চ থেকে ভারত সফরের সিরিজ শুরু হবে।
বিডি প্রতিদিন/কালাম