দর্পণ ডেস্ক : টেনিস তারকা সানিয়া মির্জা মা হতে চলেছেন। তার মা হওয়া নিয়ে একেকজন একেকরকম কথা বলছেন। এসব কথার কঠিন জবাব দিয়েছেন সানিয়া।
তিনি বলেন, ছেলে বা মেয়ে, আমার কাছে কোন ফ্যাক্টর না। অনেক হবু মায়ের কাছে হয়তো এটা ভাবনার বিষয়। আমি শুধু ভাবছি আমার বাচ্চার সুস্বাস্থ্য নিয়ে। এই মুহূর্তে আমার মাথায় একটাই চিন্তা।
তিনি আরো বলেন, আমি মনে করি, প্রতিটা মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে। সে ছেলে হোক বা মেয়ে। তাই আমার সন্তানের লিঙ্গ নিয়ে আমার কোন মাথাব্যথা নেই।