দর্পণ ডেস্ক : যমজ সন্তানের মা হয়েছেন শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার নায়িকা নয়নতারা। রোববার (৯ অক্টোবর) সন্তানসহ মায়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে সদ্য বাবা হওয়া চলচ্চিত্র নির্মাতা বিঘ্নেশ শিবন লিখেছেন, ‘নয়ন আর আমি আজ মা-বাবা হলাম। আমাদের জমজ পুত্র সন্তান হয়েছে।’
দীর্ঘ প্রেমের পর গত জুনেই বিয়ে হয়েছে নয়নতারা এবং বিঘ্নেশের। অভিনেত্রী সেই সময়েই সন্তানসম্ভবা ছিলেন। গত তিন মাসে অভিনেত্রীর মা হওয়ার পর্বেরও বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন স্বামী। ওই পোস্টে দুই পুত্র সন্তানের নাম জানিয়ে বিঘ্নেশ লিখেছেন, ‘আমাদের প্রিয় উয়ির এবং উলাগামের জন্য আপনাদের আশির্বাদ চাচ্ছি। জীবন এখন দ্বিগুণ সুন্দর। ঈশ্বরেরও দ্বিগুণ মহিমা।’
এদিকে মা হওয়ার পরে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নয়নতারার পক্ষ থেকে আলাদা করে কোনো খবর আসেনি। তবে অভিনেত্রী এবং দুই সন্তানের ছবির প্রকাশ্যে আসতেই ভারতীয় সিনেমা মহলের কলাকুশলীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নতুন বাবা-মাকে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.