রহমতগঞ্জের জয় ও মোহামেডানের হারে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের রেলিগেশন লড়াই বেশ জমে উঠেছে।
আজ বৃহস্পতিবার ছিল রেলিগেশন জোনে থাকা তিন দলের ম্যাচ । স্বাধীনতা ক্রীড়া সংঘ হারলেও রহমতগঞ্জ এবং মুক্তিযোদ্ধা সংসদ নিজ নিজ ম্যাচে জয় পায়।
দিনের আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪-১ গোলে বাংলাদেশ পুলিশকে বড় ব্যবধানে হারায়।
রাজশাহীতে হোম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘ হেরেছে রহমতগঞ্জের বিপক্ষে। ৫-১ গোলে বড় ব্যবধানে জিতেছে পুরান ঢাকার ক্লাব। রহমতগঞ্জের নাইজেরিয়ান ফুটবলার সানডে হ্যাটট্রিক করেছেন। একটি করে গোল করেছেন ফিলিপ আজহা ও সানোয়ার।
রহমতগঞ্জের বড় জয়েও রেলিগেশন এড়ানো নিশ্চিত হয়নি। কারণ গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ মোহামেডানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে।
ফলে ২০ ম্যাচে রহমতগঞ্জের ১৮ পয়েন্ট ও মুক্তিযোদ্ধা সংসদের ১৫। মুক্তিযোদ্ধার চেয়ে মাত্র এক পয়েন্ট কম উত্তর বারিধারার। ৯ পয়েন্ট নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ সবার নিচে।
পরের ম্যাচে স্বাধীনতাকে জিততেই হবে রেলিগেশন এড়াতে। শুধু স্বাধীনতা জিতলেই হবে না বারিধারার দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।
মুক্তিযোদ্ধা আজ মোহামেডানের কাছে হারলে রহমতগঞ্জের রেলিগেশন এড়ানো নিশ্চিত হতো অনেকটা। কিন্তু আকস্মিকভাবে মোহামেডান মুক্তিযোদ্ধার বিপক্ষে হেরেছে।
ভালো ফর্মে থাকা মোহামেডানের মুক্তিযোদ্ধার বিপক্ষে হার খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বুরুন্ডির ফুটবলার সৌদি আব্দুল্লাহর গোলে ২৯ মিনিটে লিড নেয় মুক্তিযোদ্ধা সংসদ। ৬৯ মিনিটে তিনি ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিটে ওবি মনেকের গোলে মোহামেডান ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়।
ম্যাচে সমতা আনার চেষ্টা করে পারেনি মানিকের শিষ্যরা। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার আশা রইল মুক্তিযোদ্ধা সংসদের।
মোহামেডানের হারটি অপ্রত্যাশিত হলেও ঢাকায় কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশ হারায় পয়েন্ট টেবিলে সমস্যা হয়নি সাদাকালোদের।
শেখ রাসেল ৪-১ গোলে হারিয়েছে পুলিশকে। ফলে মোহামেডানের সঙ্গে গোল ব্যবধান আরো বেড়েছে পুলিশের।
দুই দলেরই ২৯ পয়েন্ট থাকলেও মোহামেডান গোল ব্যবধান বেশি থাকায় টেবিলে পঞ্চম ও পুলিশ ষষ্ঠ। শেখ রাসেল ২৫ পয়েন্ট নিয়ে অস্টম স্থানে।
পরের সপ্তাহের সোমবার কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ম্যাচ দিয়ে ২১তম রাউন্ড শুরু হবে।