দর্পণ ডেস্ক : অভিনেত্রী জাকিয়া বারী মম নতুন একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করলেন। নাম ‘ভালো বাসা’। মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন মম। মুনতাহা বৃত্তার রচনায় ওয়েব সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এ সিরিজে পারিবারিক, সামাজিক এবং মূল্যবোধের গল্প ফুটে উঠবে। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ওয়েব সিরিজটির দৃশ্য ধারণের কাজ। এখানে কাজ প্রসঙ্গে মম বলেন, ঈদে অল্প কাজ করলেও করোনার দীর্ঘ বিরতির পর ভালো একটা গল্পে কাজ শুরু করতে পেরে আমি অনেক আনন্দিত। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজের আলাদা একটা আনন্দ তো রয়েছেই৷ ওযেব সিরিজটিতে দুটি সময়ের চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন।

এই কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি দর্শকরা ভালো কিছুই পাবেন। জাকিয়া বারী মম ও মোশাররফ করিম ছাড়া ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন একে আজাদ আদর, ওয়াসেক ইমাদ প্রমুখ। কলকাতার বিনোদনমূলক ওয়েব চ্যানেল আড্ডা টাইমসে এই ওয়েব সিরিজ প্রদর্শীত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।