অনলাইন ডেস্ক : ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদানের ৪২তম আসর বসবে আগামী ৮ জুলাই। বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

পুরস্কার প্রদানের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে তারকাদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক আয়োজন এতে নাচে অংশ নেবেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক-নায়িকারা। নাচের পাশাপাশি গান পরিবেশন করবেন গায়ক-গায়িকারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আমরা পাঁচ জুটি নাচে অংশ নেব। ফারুক ভাই ও ববিতা আপাকে নিয়ে গানগুলো সাজানো হয়েছে। আশা করছি, এবারের অনুষ্ঠানটি আরও বেশি মনোমুগ্ধকর হবে।’

অনুষ্ঠানে নাচ পরিবেশন করবেন রিয়াজ-অপু বিশ্বাস, জায়েদ খান-সাহারা, আমিন খান-পপি, ইমন-তমা মির্জা ও সাইমন-সিমলা। অনুষ্ঠানের নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল ও ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে দুটি বিশেষ গানে নাচ পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ।

অনুষ্ঠানে গানে অংশ নেবেন সৈয়দ আবদুল হাদী, প্রতীক হাসান, কোনাল, রাজীবসহ আরও অনেকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এ আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তী অভিনেত্রী ববিতা ও অভিনেতা ফারুক। অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছে বিএফডিসি।