দর্পণ ডেস্ক : সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পণের সময় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, কানিজ ফাতেমা আহমেদ, বাসন্তি চাকমা, ডেপুটি স্পিকারের নির্বাচনী এলাকা বেড়া উপজেলা পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জন, পাবনা আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাভার আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর তিনি সাভারে সিআরপি হাসপাতালে চিকিৎসারত স্বাধীনতা-উত্তর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, ডাকসু সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামাকে দেখতে যান। সেখানে তিনি তার কাছে কিছুক্ষণ অবস্থান করেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।