দর্পণ ডেস্ক : বুধবার (১৪ অক্টোবর) সকালে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ এবং বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নালিতাবাড়ীর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও শিশুদের নিয়ে হাত ধোয়া পর্ব অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নালিতাবাড়ী সঞ্চিতা বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নুপুর আক্তার প্রমুখ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার ও মাহফুজুর রহমান সোহাগ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.