দর্পণ ডেস্ক : এবারের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের প্রেক্ষাপটে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় ইজতেমা স্থগিতের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সব পক্ষ মিলে এই সিদ্ধান্ত নিয়েছে।
নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তাবলিগ জামাতের দুটি পক্ষ আলাদা তারিখে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছিল।
নির্বাচনের আগে সব ধরনের জমায়েত নিষিদ্ধ। এসব বিবেচনায় নিয়ে এবারের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, নির্বাচনের পর তাবলিগ জামাতের দুটি পক্ষ বসে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করবে। সেই তারিখ অনুযায়ী বিশ্ব ইজতেমা হবে।