শনিবার সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মেফতাউর রহমান মুকিত ও সাধারণ সম্পাদক অনুপ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির কথা জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আতিকুর রহমান, জান্নাতুল ফেরদৌসী, আব্দর রাজ্জাক ও মাইদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল মাহমুদ শিথিল, এবিএম সাব্বির হোসাইন, আব্দুর রাজ্জাক ও সৈয়দ আহসানুল হাসান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা, রিফাহ তাসফিয়া দিঠি, সোহেল রানা ও রাবেয়া সুলতানা। নবগঠিত এ কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন সালেহ মাহমুদ প্রতীক, সহ-কোষাধ্যক্ষ রিসালাতুন জান্নাত, প্রচার সম্পাদক অরুণ মোহন্ত, উপ-প্রচার সম্পাদক নাজমুন আরা আঁখি, দফতর সম্পাদক ফরিদ আহমেদ, উপ-দফতর সম্পাদক এনায়েতুর রহমান রিফাত, ক্রীড়া সম্পাদক তামীম দাঁড়ী সৌমিক, সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ রনি, পাঠচক্র বিষয়ক সম্পাদক খালিদ সালাউজ্জামান প্রধান ও ফয়সাল হোসেন।