অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিপ্রেক্ষিতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা সমকালকে জানিয়েছেন, সীমানাসংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টের আদেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ার পর গত রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাহাঙ্গীর আলম। ওই সময় প্রধানমন্ত্রী তাকে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী তিনি আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন করেছেন। আজ মঙ্গলবার এই কার্যক্রম শুরু হবে।

আওয়ামী লীগের এ প্রার্থী আরও বলেন, আদালত স্বাধীন। আদালত যে কোনো জায়গায় যে কোনো কিছুর ওপর রায় দিতে পারেন। আদালত সরকারের বিরুদ্ধেও রায় দিয়েছেন। তাই গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতের বিষয়ে সরকারের কিছুই করার নেই।

নির্বাচন স্থগিত না হলে নিজের বিষয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের এই নেতা বলেছেন, তিনি বিপুল ভোটে গাজীপুর সদর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলেও সিটি নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ বিএনপির হাসান উদ্দিন সরকার বড় কোনো নির্বাচনে জয় পাননি।

প্রধানমন্ত্রীর সঙ্গে মোজাম্মেল ও সবুজের বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার তার সরকারি বাসভবন গণভবনে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।