সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল- ডেইলি বাংলাদেশ

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করেন দক্ষিণ ও মধ্য এশিয়া জিআই সহকারি ক্রিস্টোফার উইলসন। 

তিনি বলেন, জিএসপি নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইতিবাচক বলেই আলোচনা হচ্ছে। আজ আমাদের মধ্যে শ্রমিক ইস্যু, ডিজিটাল ইকোনোমিকস, কাস্টমসে কোনো সমস্যা আছে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। 

মন্ত্রী বলেন, আমেরিকার বর্তমান সরকার সবচেয়ে বেশি আগ্রহী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে। তারা মনে করে, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য অনেক ভালো স্থান। এখানকার পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 

এ দেশের অর্থনীতিকে আমেরিকা গুরুত্বপূর্ণ মনে করছে জানিয়ে তিনি বলেন, এসব বিবেচনায় আজ আলোচনা হয়েছে। ফাইনালি বৃহস্পতিবার এ বিষয়ে টিকফার বৈঠকে আলোচনা করা হবে। যিনি আসছেন তিনি খুব আশাবাদি। এ কারণে টিকফার বৈঠকে একটি ভালো খবর আসবে।