
দর্পণ ডেস্ক:
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন এমনানগাগওয়া। রােববার রাজধানী হারারের ন্যাশনাল স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সামনে শপথ নেন তিনি। যদিও ভোটের স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশ করেছে।
গত ৩০ জুলাই জিম্বাবুয়ের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার পর চার দশক ধরে দেশটিতে রবার্ট মুগাবের টানা শাসন চলে। মুগাবের পতনের পর এটিই জিম্বাবুয়ের প্রথম সাধারণ নির্বাচন। তবে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
ভোটগ্রহণের দুই দিন পর জানু-পিএফ পার্টির এমনানগাগওয়াকে বিজয়ী ঘোষণা করা হলে বিরোধীদলীয় নেতা নেলসন চামিসা ভোট কারচুপির অভিযোগ তোলেন এবং ভোটের ফল ফের যাচাই করার দাবি জানান। চামিসা ভোটের ফল বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হলে শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত এমনানগাগওয়াকে বিজয়ী ঘোষণা করেন। যদিও এমনানগাগওয়ার শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে ‘গ্রহণযোগ্য গণতন্ত্রের’ অভাব রয়েছে। সূত্র : রয়টার্স।