ছবি: সংগৃহীত

রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানায়। এর আগে সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটি ছেড়ে যায়।

প্রথম হজ ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরে হজযাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। তারা হজযাত্রীদের খোঁজখবর নেন। 

করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে বিদেশিদের জন্য হজ পালন বন্ধ ছিল। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই বিধি নিষেধ তুলে দেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।