দর্পণ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ৬৪ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। গেল জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে বাজেভাবে হারে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ সমতা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ বাংলাদেশ দলের ছিল। সেই চ্যালেঞ্জ বেশ ভালোমতোই জয় করলো বাংলাদেশ দল। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, নিয়মিত এমন জয় পেতে আর খুব বেশি দেরি নেই বাংলাদেশের।
প্রায় সাড়ে চার মাস পর টেস্ট খেলতে নেমে বল হাতে দারুণ করেন সাকিব। ব্যাট হাতে প্রথম ইনিংসে ভালো কিছু্রই ইঙ্গিত দেন তিনি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দলীয় চেষ্টায় আমরা এই জয় পেয়েছি। প্রথম ইনিংসে নাঈম দারুণ বল করেছে। আমরা সবাই জানতাম যে আন্তর্জাতিক অঙ্গনে তার ভালো করার সামর্থ্য আছে। ব্যাট হাতে নাঈম-তাইজুলের প্রথম ইনিংসের অবদান ছিল খুব গুরুত্বপূর্ণ।’
বাংলাদের হয়ে প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। তার ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। আর প্রথম ইনিংসের লিডে ভর করে নিশ্চিত করে জয়। সাকিব তাকে কৃতিত্ব দিতে ভোলেননি, ‘মুমিনুল দারুণ এক ইনিংস খেলেছেন। এই উইকেটে ২০-৩০ রানের ছোট ছোট জুটি খুব দরকার ছিল। ওই মুহূর্তগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’
নিজেকে নিয়ে সাকিব বলেন, ‘আমি সব সময় ভাবি, যখনই খেলবো দলের জন্য অবদান রাখবো। সেটা যেভাবে, যেখানে পারি। আমাদের জন্য অনেক সাফল্য অপেক্ষা করছে।