অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে কয়েক দিন ধরে চলছে টানা বৃষ্টি। এমন ‘ঝর ঝর মুখর শ্রাবণ দিন’ আরও তিন দিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

বৃষ্টিপাতের সঙ্গে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলকায় পাহাড় ধসও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

নগরবাসীর যতই দুর্ভোগ হোক, জুলাই মাসে প্রকৃতি বৃষ্টিদানে অকৃপণ। কয়েক দিনের বর্ষণের গতিপ্রকৃতি বলছে, পূর্বাভাসকেও ছাড়িয়ে যাবে বৃষ্টিপাত। এ মাসের বাকি দিনগুলোতে বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ রোকেয়া আহমেদ।

আবহাওয়াবিদ রোকেয়া আহমেদ বলেন, আরও তিন চার দিন বৃষ্টি ঝরবে। ২৮/২৯ তারিখের পর বৃষ্টি কমতে পারে। ঢাকা সহ সারাদেশে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসও হতে পারে।

তিনি বলেন, মৌসুমি বায়ুর কারণে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু এখন বাংলাদেশসহ ভারতের বেশির ভাগ এলাকার ওপর বেশ সক্রিয়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পসহ মেঘ দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সেই মেঘমালা থেকে বৃষ্টি হচ্ছে।

এ দিকে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর রাস্তাঘাটের অবস্থা বেহাল। গলিপথগুলো কাদায় মাখামাখি। প্রধান সড়কে বৃষ্টির প্রভাব কম থাকলেও অন্য সব জায়গাতেই রাস্তার গর্তগুলো পানিতে পূর্ণ খাদে রূপ নিয়েছে।