দর্পণ ডেস্ক : ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত এক ও আহত হয়েছে চারজন। ঘটনাটি ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে। নিহত ব্যক্তি হলেন- মো. আলামিন (২৪)। সে চরফ্যাসন পৌরসভা ৮নং ওয়ার্ডের মৃত সামছুদ্দিন হাওলাদারের ছেলে।আহতরা হলেন, ঢালচর ইউনিয়নের ইউনুছ পাটয়ারি (৬০), দুলারহাট থানার নূরাবাদ ইউনিয়নের ওলি মিয়া (৪৫), জিন্নগড় ৫নং ওয়ার্ডের শাহে আলম (৪০) ও দক্ষিণ আইচা ৮নং ওয়ার্ডের মো. ইয়াসিন (৩৮)। মো. আলামিন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত ওলি মিয়া ও শাহে আলমকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বাকিদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলাউদ্দিন নামের এক ব্যক্তি জানান, ট্রাকটির চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।