চট্টগ্রাম: নগরের দেওয়ানহাট এলাকায় লেভেল ক্রসিংয়ে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় স্নেহা আক্তার সুমি নামে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী আহত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দিকে দেওয়ানহাট এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত সুমির পিতা সোহরাব হোসেন। সে হালিশহরের গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, ফুফুর সঙ্গে শাটল ট্রেনে করে ঘুরতে যান সুমি। ট্রেন থেকে নামার পর লেভেল ক্রসিং পার হওয়ার সময় সোনার বাংলা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমএম/টিসি