বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়ায় নিজ বাসায় খুন হয়েছে দশম শ্রেণীর ছাত্রী শ্রাবণী রাণী (১৪)। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় লোকজনের কাছে জানা গেছে, ভবেশ চন্দ্র রায়ের মেয়ে শহরের সিএম আাইয়ুব উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী বাড়িতে একাই ছিল। বাবা-মায়ের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা কখন তাকে খুন করে তা কেউ বলতে পারছেন না।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, খুনের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটেছে। আসামিদের ধরার চেষ্টা করছে। তবে কে বা কারা ঘটনার সাথে জড়িত তা এখনও জানা যায়নি, তদন্ত চলছে।