বিনোদন রিপোর্ট: বাংলা চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে অলিজা মনোয়ার বিয়ে করেছেন। ঢাকার ব্যবসায়ী অর্পনের সঙ্গে গত মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে বিয়ে স¤পন্ন হয়। ডিপজল জানান, ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের কাজ স¤পন্ন হয়েছে। ছেলের নাম অর্পন, সে ঢাকায় ব্যবসা করে। পারিবারিকভাবেই আমরা বিয়ের কাজটি শেষ করেছি। বিয়ের সময় আমাদের দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করব। সবাই এসে আমার মেয়ে ও মেয়ের জামাইকে দোয়া করবেন। আর দেশবাসীর কাছে আমি আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চাই।