দর্পণ ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার ১১তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন কুইন্টন ডি কক। ইস্ট লন্ডনে অনুষ্ঠিত সে ম্যাচে ১ রানে জয় পায় প্রোটিয়ারা। ডারবানে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ রানে জিতে সিরিজে সমতায় ফিরেছে সফরকারী ইংল্যান্ড। দল হারলেও ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখান কুইন্টন ডি কক। ২২ বলে ৬৫ রানের টর্নেডো ইনিংস খেলার পথে গড়েছেন দারুণ এক রেকর্ড। ১৭ বলে ফিফটি তুলে নিয়ে দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এর আগের রেকর্ডটি ছিল সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। জোহানেসবার্গে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষেই ২১ বলে ফিফটি করেছিলেন ডি ভিলিয়ার্স।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ বলে ফিফটির রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নেদারল্যান্ডসের স্টিফেন মাইবার্গের।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের দ্রুততম ফিফটির মালিক সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি হাঁকান যুবরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ডটি নিউজিল্যান্ডের কলিন মুনরোর। ২০১৬-তে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন কলিন মুনরো।