দর্পণ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ক্ষমতার লোভে ড. কামাল আদর্শ বিসর্জন দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহ ও ভালোবাসা পাওয়া একজন মানুষ কীভাবে আদর্শ বিসর্জন দিয়ে স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গে হাত মেলাতে পারেন? আদর্শচ্যুত এমন ব্যক্তিকে দেশের জনগণ কখনও ক্ষমা করবে না।
তিনি শনিবার ধানমন্ডির নিজ বাসভবনে ঢাকায় বসবাসরত কাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীরা যেমন স্বাধীনতাকে কখনই মেনে নিতে পারেনি, তেমনি তাদের বংশধররাও স্বাধীনতার অস্তিত্ব মানে না। ড. কামাল হোসেনদের মতো তথাকথিত স্বাধীনতার পক্ষের লোকজন স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কেবল ঐক্যই করেননি, তাদের ক্ষমতায় নেয়ার জন্য ধানের শীষ মার্কা নিয়ে ভোটে প্রার্থী হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশবাসীকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাদের শুধু নির্বাচনেই নয়, সব ক্ষেত্রেই বয়কট করতে হবে।
দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী আবারও শেখ হাসিনাকে বিজয়ী করবে।