মামলায় প্রধান সিইসিসহ নির্বাচন কমিশনের ৮ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন ওই নির্বাচনের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
সিটি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সোমবার (২ মার্চ) বিচারক উৎপল ভট্টচার্যের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনের ৮ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
তাবিথের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। তবে, শুনানির কোনও তারিখ জানাননি আদালত।
মামলায় নির্বাচন বাতিলের পাশাপাশি আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিল করে পুনর্নির্বাচনের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র হিসেবে নির্বাচিত হন। তারা দুইজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।