সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সক্ষম নয় বলে জানিয়েছেন ঢাকা -১০ আসনের উপ-নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, বিগত নির্বাচনগুলোতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এতে ভোট নিয়ে মানুষের শঙ্কা এবং অনাগ্রহ তৈরি হয়েছে। জনগণের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ কমেছে। তবে রাজনৈতিক দল হিসেবে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির আন্দোলনের অংশ হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি।

নির্বাচনী গণসংযোগের দ্বিতীয় দিন সোমবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল থেকে রাজধানীর কলাবাগান, আবাহনী মাঠ, রবীন্দ্র সরবোর, কাঠালবাগান, গ্রীণরোড, ফ্রি স্কুল স্ট্রিট রোড, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ধানের শীষের এই প্রার্থী। এ সময় রাজধানীর ১৬ নম্বর ওয়ার্ডের কলাবাগানে নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।

গণসংযোগকালে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম বলেন, বর্তমানে মানুষ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না। ভোটারদের মাঝে ভয়-ভীতি ও অনাগ্রহ তৈরি হয়েছে। কিন্তু জনগণ ভোট দিতে চায়। ভোটারা শঙ্কা দূর করার কথা বলছেন। তারা রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করতে চায়। জনগণকে ভোটের মাঠে থাকার জন্য স্বোচ্চার করছি, উদ্বুদ্ধ করছি।

রাজধানীর সোনারগাঁও রোডে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম রবি       -সমকাল

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে প্রচার চালাচ্ছি। প্রচার প্রচারণার চেয়েও বেশি সমস্যা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা নিয়ে। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন সমস্যা হয়। সে দিকে ইসির এখনো মনোযোগ দেখছি না। ইসি শক্ত ও নিরপেক্ষ সাংবিধানিক দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন : ঢাকা-১০ আসনের উপনির্বাচন পরিচালনার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে সমন্বয়ক করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, বরকতউল্লাহ বুলুসহ বিএনপি চেয়ারপারসনের কয়েকজন উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং প্রত্যেক অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে রাখা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় বসবাসকারী বিএনপি নেতাদেরকেও ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দেওয়া হচ্ছে।