দর্পণ ডেস্ক : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার একাংশ) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ করা হবে ইভিএম বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। কোন বিরতি ছাড়াই বেলা ৪টায় ভোট গ্রহণ শেষ হবে। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এই দুই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের প্রার্থী গাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির প্রার্থী মহিবুউল্লাহ বাহার।
ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের লোকজন বহিরাগতদের নিয়ে এসে কেন্দ্র দখল করছে এবং বিএনপির এজেন্টদের বের করে দিচ্ছেন।’
আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান বলেন, তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হাবিব হাসান বলেন, ‘বিএনপির অভিযোগ মিথ্যা। বহিরাগত লোকের তার প্রয়োজন নেই।’
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৮ আসনে ৫ লাখ ৭৭ হাজার ১৯০ জন ভোটার রয়েছেন। খিলক্ষেত, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও হরিরামপুর এলাকার ৭টি থানা আর ১৪টি ওয়ার্ড নিয়ে এই আসনের এলাকা। এ আসনে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৬ জন। নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ২১৭ টি। ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩ টি।
অপরদিকে, কাজীপুর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। ১৭১টি কেন্দ্রে ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ১৪৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৬১৫ জন।
নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও অন্যান্য মোটরচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।