বরিশাল বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. খোরশেদ আলম৷

তিনি বলেন, আগামীকাল শুক্রবার ববি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ ও ২ তে সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. ছাদেকুল আরেফিন পৌনে এগারোটায় হল পরিদর্শন করবেন এবং সুষ্টুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে কি না সেটি তদারকি করবেন৷এছাড়াও পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বিভাগীয় কেন্দ্র হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ জুন ‘খ’ ইউনিটের, ১০ জুন ‘ক’ ইউনিটের, ১১ জুন ‘ঘ’ ইউনিটের এবং ১৭ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।