অনলাইন ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে কোটা সংস্কার আন্দোলনের সময় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মো. রায়হান উল ইসলাম বিভিন্ন মেয়াদে আসামিদের রিমান্ড মঞ্জুর করে রবিবার এ আদেশ দেন।
আসামিদের মধ্যে রাকিবুল হাসান ওরফে রাকিবের ৪ দিনের, আলী হোসেন শেখ ওরফে আলীর ৩ দিনের এবং মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বির ওরফে সিয়ামের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি রাকিব হাসান ও আলীর কাছ থেকে উপাচার্যের বাড়ি ভাঙচুরের সময় সিকিউরিটি গার্ডের খোয়া যাওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে আসামিদের রিমান্ড নেয়া জরুরি।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল ঢাবি উপাচার্যের বাসায় ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।