ফাইল চিত্র

কিছুদিন আগেই রাখি প্রকাশ্যে বলেছিলেন, তনুশ্রী ড্রাগ নিয়ে ‘হর্ন ওকে প্লিজ’ (২০০৯) ছবির সময়ে এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে, নিজেকে মেক আপ ভ্যানে বন্দি করে রাখেন।

তনুশ্রীর বিরুদ্ধে আবার চাঞ্চল্যকর অভিযোগ রাখি সবন্তর।

তনুশ্রী ‘নেশাগ্রস্থ’, তনুশ্রীর অভিযোগ ‘মিথ্যে’। নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগের উত্তরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছিলেন রাখি সবন্ত। বিষয়টি প্রকাশ্যে আসার পরে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছিলেন তনুশ্রী। তাতেও দমতে রাজি নন রাখি।

কিছু দিন আগেই রাখি প্রকাশ্যে বলেছিলেন, তনুশ্রী ড্রাগ নিয়ে ‘হর্ন ওকে প্লিজ’ (২০০৯) ছবির সময়ে এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে, নিজেকে মেক আপ ভ্যানে বন্দি করে রাখেন। তখন তনুশ্রীর জায়গায় রাখিকে অভিনয় করার জন্য অনুরোধ করেন ওই ছবির কোরিওগ্রাফার গণেশ আচার্য।

এ বার মামলা রুজু হওয়ার পরে ফের মুখ খুলে ইন্সটাগ্রামে সিরিজ ভিডিওতে রাখি বলছেন, ‘‘এটা তনু্শ্রীর পাবলিসিটি স্টান্ট। আসলে নানা পটেকর বা রাজ ঠাকরে, কেউ তাকে পাত্তা দেননি। একটা ভিসা, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর বলিউডে একটু জমি, এর জন্যই এত সব করল তনুশ্রী।’’

পরে আর একটি ভিডিওতে আরও চাঞ্চল্যকর অভিযোগ এনে রাখি বলেন, ‘‘দশ বছর আগে তনুশ্রীর সঙ্গে আমি মিশতাম। ও তখন রোজ রেভ পার্টিতে যেত, নেশা করত। এমন দু’একটা পার্টিতে আমিও গিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, ওর সঙ্গে বন্ধুত্ব বাড়াইনি। না হলে আমায় রিহ্যাব-এ যেতে হতো।’’

নিজের মাথায় ঝুলছে দশ কোটি টাকার মামলার খাঁড়া। রাখি নির্বিকার। বলছেন, ‘‘আমাকে ‘নীচু ক্লাসের মেয়ে’ বলার জন্য ওর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করব।’’ এবেলা.ইন