কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: একসময়ের রাজপথের সাহসী ছাত্র নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো, যিনি গ্রামবাংলাকে ভালবেসে রাজধানী ছেড়ে কয়েক বছর পূর্বেই নিজ উপজেলা কলাপাড়া ও রাঙাবালীতে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি বুধবার (২৪ আগষ্ট) শেষ বিকেলে সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের প্রচারণায় কুয়াকাটায় লিফলেট বিতরণ ও শোডাউন করেছেন। লিফলেট বিতরণ ও শোডাউন শেষে কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন টিটো।
কুয়াকাটা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ ইসাহাক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল আলম টিটো বলেন, ’বর্তমান সরকার কলাপাড়া তথা গোটা উপকুলীয় এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রীর নিদের্শনায় এই উন্নয়ন কার্যক্রমের প্রচারণায় মাঠে নেমেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি।’
টিটো আরো বলেন, ’আগামী নির্বাচনে তারুন্যের জয়জয়কার। তাই সাবেক ছাত্রনেতা ও একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী তিনি। তিনি সাংবাদিকদের সরকারের উন্নয়ন কার্যক্রমের চিত্র পত্রিকার মাধ্যমে তুলে ধরারও অনুরোধ করেন।’
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সেচ্ছাসেবকলীগের কুয়াকাটা পৌর শাখার সভাপতি শহিদ দেওয়ান, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান আরেফিন শাওন, স্বেচ্ছাসেবকলীগ মহিপুর থানা শাখার সাধারন সম্পাদক মোঃ জামাল
খান, শ্রমিকলীগ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক রাইসুল ইসলাম শিমুল, সেচ্ছাসেবকলীগ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক ইভান হাওলাদার প্রমুখ।