অনলাইন ডেস্ক : তামাক করে হৃদপিন্ড ক্ষয়-স্বাস্থ্যকে ভালোবাসি তামাককে নয়”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে মানববন্ধন পালন করেছে।

রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি) বিরামপুর, দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডিসি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান, বিএসডিএ’র নির্বাহী পরিচালক ড. আব্দুস ছালাম, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, এসআইডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আফসার আলী, অধ্যাপক আব্দুস ছবুর, মোঃ মনসুর আলম ও সদস্য কাশী কুমার দাস প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরবার একটি স্মারকলিপি প্রদান করা হয়।