অনলাইন ডেস্ক : গত দুইবছর অাগে জনপ্রিয় পরিচালক মুহাম্মদ মোস্তাফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন, তারপর অাবারও নতুন বছরে পরিচালক রাজের নতুন ছবি ‘যদি একদিন’ তে অাবারও অভিনয় করেছেন তিনি।

অভিনেতা জাহিদ অারও জানান, পরিচালক রাজের সব নাটকে নিয়মিত কাজ করছি। নতুন বছরের ১ম সপ্তাহে সুটিং শুরু হয়ে সোমবার শেষ লটের সুটিং শেষ হয়। অাশা করা যায়, অাগামী ঈদুল অাযহা’তে সিনেমাটি মুক্তি পেতে পারে। সিনেমাটিতে নায়ক হিসাবে অাছেন গায়ক তাহসান, ভিলেন তাসকিন, ও কলকাতার নায়িকা শ্রাবন্তিসহ অনেকে।

পারিবারিক গল্পের কারণে অাশা করা যায় সিনেমাটি সবার মন জয় করবে। অভিনেতা জাহিদ অাসন্ন ঈদুল অাযহার নাটকের সুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।v