সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী প্রেসক্লাবে মুঃ আঃ মোতালিব (যুগান্তর) কে সভাপতি ও গোলাম কিবরিয়া (যায়যায়দিন) কে সাধারণ সম্পাদক করে নয়া কমিটি গঠন করা হয়েছে।সোমবার বিকেলে প্রেসক্লাবের এক নির্বাচনী সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি খাইরুল ইসলাম আকাশ (দৈনিক মানবজমিন),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক (দৈনিক মতবাদ),কোষাধ্যক্ষ হারুন অর রশিদ((দৈনিক দক্ষিনাঞ্চল), দপ্তর সম্পাদক রাসেল রেজা (দৈনিক সাগরকুল),প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিন সাইরাজ (বিপ্লবী জনতা) এবং ১ ও ২নং সদস্য যথাক্রমে মোঃ আঃ মান্নান ও আরিফ হোসেন ফসল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.