দর্পণ ডেস্ক :  গত কয়েক বছর ঈদের কাজ নিয়ে বেশ প্রশংসিত হয়ে আসছেন তানজিন তিশা । ব্যতিক্রম দেখা গেলোনা এবারের ঈদুল আজহার নাটকেও।

এবারের ঈদুল আজহায় তানজিন তিশা অভিনীত প্রায় সকল নাটকই প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে। বিশেষ করে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত অপূবর্র বিপরীতে ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’, আফরান নিশোর বিপরীতে ‘ছেলেরাও কাঁদে’ এবং ‘লালাই’, ইরফান সাজ্জাদের বিপরীতে ‘বেডসিন’, ‘মিতু তোমার জন্য’, ‘ফুল হাতা হাফ শার্ট’ ও ‘বাইকার’, রুবেল হাসানের পরিচালনায় অপূবর্র বিপরীতে ‘প্রেমছবি’ ও ইরফান সাজ্জাদের বিপরীতে ‘বৃষ্টি হয়ে তুমি এলে’, রাহাত মাহমুদ পরিচালিত তৌসিফ মাহবুবের বিপরীতে ‘ছোট গল্পের শেষ পৃষ্ঠা’, মাহমুদুর রহমান হিমি পরিচালিত তাহসানের বিপরীতে ‘বাড়ি ফেরা’।

এর মধ্যে ‘বাড়ি ফেরা’ নাটকের মধ্যে প্রথমবার তাহসানের বিপরীতে অভিনয় করেছেন তিশা। নাটকগুলো চ্যানেলে প্রচারের পাশাপাশি এখন অনলাইন ভিডিও প্লাটফর্ম ইউটিউবেও মুগ্ধতা ছড়াচ্ছে দর্শকদের মাঝে।

নাটকগুলো নিয়ে তিশা বলেন, ‘কয়েক বছর আগেও কাজে এতোটা সিরিয়াস ছিলাম না। এখন কাজে সিরিয়াস। ভালো কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসাও পাচ্ছি। আগামীতে এ ধারাবাহিকতা বজায় থাকবে। নাটকগুলো নিয়ে নিজের কাছের মানুষসহ দর্শকদের এতো ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি যা সামনে আমাকে আরও ভালো কাজের প্রতি উৎসাহ পাচ্ছি দিচ্ছে।’

তিশা আরও বলেন, ‘এখন যেনোতেনো গল্পে কাজ করছিনা। অভিনয়ের আগে মনোযোগ দিয়ে নাটকের স্ক্রিপ্ট পড়ছি। এরপর গল্প মনমতো হলেই কাজ করছি।’

এদিকে সারা বছর খন্ড নাটক নিয়ে ব্যস্ত থাকলেও ধারাবাহিক নাটকে খুব একটা দেখা যায়না তিশাকে। তবে সম্প্রতি তিনি একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। জাকারিয়া সৌখিন পরিচালনায় নাটকটির নাম ‘তোমার গল্পে আমি’। দুই বোনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। এতে তিশার বোনের চরিত্রে থাকছেন মম। এ নাটকের মাধ্যমেই মমর সঙ্গে প্রথমবার কাজ করছেন তিশা।