ছবি: সংগৃহীত

বুধবার (২৯ জুন) বিকেল ৪টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানায় তারা৷ 

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুস্তাসিম বিল্লাহ হৃদয় জানায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের মানবিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রামে বন্যার্তদের উদ্দেশে ত্রাণ সহায়তা নিয়ে ৫ সদস্যের একটি টিম রওয়ানা হয়ে গেছে। আমরা প্রায় এক লক্ষাধিক টাকা নিয়ে দ্বিতীয় দফার কাজ শুরু করেছি এবং বিতরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চলমান থাকবে।

এ সময় তিনি আরো জানায়, আমরা দুইধরনের প্যাকেজ করেছি, যেখানে এক প্যাকেজে শুকনো খাবার এবং দ্বিতীয় প্যাকেজে ভারী খাবার (চাল, ডাল, তেল, আলু, লবণ) থাকবে। দেশের প্রয়োজনে ও যে কোনো ক্রান্তিলগ্নে আমরা সব সময় মানুষের পাশে থাকবো। 

পাঁচ সদস্যের দলটির অন্যান্য সদস্যরা হলেন ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ, বিএমবি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জামিনুর ইসলাম, আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফারহান সাদিক সৌমিক এবং একাউন্টিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাবিব৷

উল্লেখ্য, এর আগে সিলেটে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সিলেট বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় এবার একটি দল ত্রাণ নিয়ে যাচ্ছে রংপুর-কুড়িগ্রাম৷