দিল্লির সংঘর্ষ নিয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই কবিতা লিখেছেন পঞ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার নিজের ফেসবুক পেজে কবিতাটি পোস্ট করেন তিনি।
ভারতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তার মনের ভাব প্রকাশ করেন মমতা। মূলত দিল্লি হিংসাকে উদ্দেশ্য করে এই কবিতা লেখা হলেও শহরের নামের উল্লেখ নেই কোথাও। একই সঙ্গে বাংলা, হিন্দি ও ইংরেজিতে একই কবিতা লেখার এমন নজির বিরল বলে দাবি করছেন সাহিত্যপ্রেমীরা।
তার পর নিজের আশঙ্কার কথা প্রকাশ করেছেন মমতা। লিখেছেন, ‘বন্দুকের নলে তুফান দেশ।’ তার পর মুখ্যমন্ত্রী তুলেছেন সেই অমোঘ প্রশ্ন, ‘গণতন্ত্র তবে কি শেষ?’
বিডি প্রতিদিন/আরাফাত